চাঁপাইনবাবগঞ্জে ককটেলের অাঘাতে যুবক অাহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মেডিকেল মোড়ে ককটেল বিস্ফোরণে মো. মানিরুল ইসলাম মানির (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।
রবিবার রাত সোয়া ৮টার দিকে শিবগঞ্জ মেডিকেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত মানির শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ানজাইগীর গ্রামের মো. মর্তুজা আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে শিবগঞ্জ মেডিকেল মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় ৪ জন মুখোশধারী মানিরকে টেনে নিয়ে পেটাতে শুরু করে। এ সময় মানির চিৎকার দিলে তারা পরপর ৩টি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
এতে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে মানির আহত হয়। পরে তাকে শিবগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি।
(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)