স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন বিএনপি ও সুশীল সমাজ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় উস্কানি দিয়ে তদন্ত বিব্রত করার চেষ্টা করছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটির মিলানায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় যে বা যারা জড়িত, যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে বিচার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য তাজুল ইসলাম এমপি প্রমুখ।


(ওএস/এটি/মে ০৯, ২০১৪)