বেদনা সইতে না পেরে পিতার মৃত্যু!
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নাশকতার আগুনে দগ্ধ ছেলে আরিফ বার্ণ ইউনিটে চিকিৎসাধীন, অপর ছেলে সজিব অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ। বেদনা সইতে না পেরে পিতা আমির আলীর মৃত্যু।
জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্রামের আমির আলী শিকদারের ছেলে আরিফ শিকদার (২৮) গত ৩ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ছুড়ে দেওয়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়। ঐ বাসের ৭ যাত্রী মারা গেলেও আরিফ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন। গত ২৯ জানুয়ারি আরিফের ছোট ভাই সজিব শিকদার (২৬) অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবিতে নিখোঁজ হয়। নিখোঁজ ছোট ভাইকে খুঁজতে কক্সবাজার গিয়েছিল আরিফ। কিন্তু ভাইয়ের সন্ধান না পেয়ে ফেরার পথে অগ্নি দগ্ধ হয় সে।
আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, এক ছেলে নিখোঁজ, অপর ছেলে বার্ণ ইউনিটে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে-এ খবর পেয়ে আরিফের পিতা কৃষক আমির আলী দুঃশ্চিন্তায় পাগলের মত হয়ে যায়। অবশেষে গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে হঠাৎ মারা যায়।
(এনএ/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)