নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার কলিম মোড় এলাকার কাশেম মিয়ার ছেলে সাঈদ শিলা (২২) ও লক্ষণপুর বালাপাড়ার মৃত. বাবর আলী সরকারের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, বিকেলে বাঁশবাড়ি এলাকায় প্রকাশ্য মাদক সেবনের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।


(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)