ভারতে পাচারকালে স্কুলছাত্রী উদ্ধার, পাচারকারী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি : বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভারতে পাচারকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটী চন্দ্রখানা সীমান্ত থেকে জয়ন্তী রানী (১৫) নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ সময় নূর ইসলাম নামে এক পাচারকারীকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী নূর ইসলাম তাকে সীমান্তের কাটাতাঁরের বেড়া দেখানোর কথা বলে কুটী চন্দ্রখানা সীমান্তে নিয়ে যায়। ৯৪০ নং পিলারের কাছে এসে নূর ইসলাম মোবাইল ফোনে পাচারকারীচক্রের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এতে জয়ন্তী রাণীর সন্দেহ হলে সে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার পরপরই জয়ন্তীর বাবা রামজিৎ রবিদাস বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)