কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার এলাকা থেকে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঈদগাঁও বাজারের হোটেল ফোর স্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঈদগাঁও চাঁন্দের ঘোনা এলাকার মাওলানা মুহাম্মদ শরীফের পুত্র ফাজেল ইবনে শরীফ ও পালাকাটা এলাকার জাফর আলমের পুত্র হাফেজ সৈয়দ নূর।

ফাজেল ইবনে শরীফ ঈদগাঁও সাংগঠনিক থানার সাবেক সভাপতি।

তাদেরকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের ভুঁইয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)