বাঁচতে চান মহুয়া নুর
নাটোর প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী কিডনী, হৃদরোগ ও জিবিএস ভাইরাসে আক্রান্ত মহুয়া নুর কচির (৩৮) শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। প্রয়োজনীয় অর্থের অভাবে তার উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না।
গত ২১ জানুয়ারি থেকে তিনি রাজশাহী ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার মেয়ে সানজিদা নুর পুনম জানান, তাকে জরুরী ভিত্তিতে প্রায় ১২ লাখ টাকা মূল্যের একটি আই ভি আই জি নামের ভাইরাস ইনজেকশান দেয়া দরকার। টাকার অভাবে ইনজেকশন দিতে না পারায় বর্তমানে তাকে প্লাজমা থেরাপী দেয়া হচ্ছে। এছাড়া তার টেকোসট্রমি অপারেশন করা হয়েছে। অন্যান্য ঔষধ ও হাসপাতাল খরচ বাবদ প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে কয়েকজন দানশীল ব্যক্তির সহযোগিতায় তার চিকিৎসার জন্য কিছু টাকা জমা হয়েছে। তবে প্রয়োজনীয় টাকা জোগাড় না হওয়ায় তাঁর জীবন নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন তার তিন মেয়ে । তাই যারা তাঁকে আর্থিক ভাবে সহযোগিতা করতে চান তাদেরকে ০১৭১৫-২১০০৫২ (রাজু আহম্মেদ) নম্বরে যোগাযোগ করতে তার মেয়েরা অনুরোধ করেছেন। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক, বনানী শাখার ১০৩.১০১.২৮৯৭৬৭ (সানজিদা নুর পুনম) হিসাব নম্বরে টাকা পাঠাতে পারবেন।
(এমআর/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)