ময়মনসিংহে কবি গুরুর ১৫৩তম জন্মদিন পালিত
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, গান, নৃত্য ও আবৃত্তির আসরের আয়োজন করা হয়।
বিকেল ৫টায় স্থানীয় উদীচীর উদ্যোগে শহরের টাউন হল মাঠে আলোচনা সভা, গান, নৃত্য, নাটক ও কবিতা পাঠের আসরের আয়োজন করে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. রতন সিদ্দিকী। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, গান ও আবৃত্তির আয়োজন করা হয়।
এ সময় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুনীল পাল, অ্যাডভোকেট এম.এ.কাশেম, শিরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
(এসইএস/এটি/মে ০৮, ২০১৪)