দুর্গাপুরে দুঃস্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে তহবিল গঠন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দুঃস্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস এর উদ্যেগে এক কল্যাণ তহবিল বৃহস্পতিবার কৃষি ব্যাংক দুর্গাপুর শাখায় গঠিত হয়।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস এর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শহীদুল্লাহর যৌথ তত্ত্বাবধানে কল্যাণ তহবিলটি কৃষি ব্যাংক দুর্গাপুর শাখায় একটি হিসাব নং খোলা হয় যাহার নং ৯২৭৪। এই কল্যাণ তহবিল থেকে দুঃস্থ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের শিক্ষা,চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু জানান।
(এনএস/এএস/মে ০৮, ২০১৪)