মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার ৪ উপজেলায় রবিবার ৮৮১ মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে সদর উপজেলায় ২৪৫, রাজৈরে ২৭৮, কালকিনিতে ২০৮ এবং শিবচরে ১৫০। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি, বাজার ও বণিক সমিতি এ সব পূজার আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা যায়, সবচেয়ে ব্যয় বহুল পূজা অনুষ্ঠিত হয় সদর উপজেলার ৪৫ মন্ডপে। এতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে আয়োজকরা জানান।

২‘শ বছরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায়। এ জন্য ইতোমধ্যেই শহর ও শহরতলী এবং উপজেলা পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

৩ দিন ব্যাপী এ উৎসব উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে বহু মানুষের সমাগম ঘটে মাদারীপুর জেলায়।
মাদারীপুর জেলা সরস্বতী পূজা উপ-পরিষদের সদস্য সচিব তপন সরকার জানান, ঐতিহ্যবাহী এ পুজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা পাওয়া গেছে।

(এএসএ/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)