আখাউড়ায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন-সালাউদ্দিন খোকন (৪৫), আবুল কালাম (৪৮), রাজ্জাক মিয়া (২৮), শরীফ (১৯) ও জাকির খান (২৫)।
রোববার (২৫ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীরা যাত্রীবাহী ডেমু এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর মামলার আসামি।
(ওএস/পিবি/ জানুয়ারি ২৫, ২০১৫)