নওগাঁ প্রতিনিধি : শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণের উদ্বোধন করা হয়। সাপাহার মৎস্য বিভাগ ও জবই বিল প্রকল্পের মৎস্যজীবীদের আয়োজনে মুংরইল ঘাটে অনুষ্ঠিত জবই বিল প্রকল্পের ১৫তম মৎস্য আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধন চন্দ্র মজুমদার এমপি।

এ সময় বিরোধী দলের আহুত অবরোধ হরতাল কর্মসূচীকে রাজনৈতিক কর্মকান্ডের পরিবর্তে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ কর্মসূচী আখ্যা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মকান্ড যারা রাজনৈতিক কর্মসূচী দিয়ে মোকাবেলা করতে পারে না, যারা বোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করে আতঙ্ক সৃষ্টি করে, তাদের মুখে গনতন্ত্রের কথা মানায় না। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লাহ, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাষ্টার উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শারমিন প্রমুখ বক্তব্য রাখেন। বিলে মৎস্য আহরণের উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলার সীমান্তবর্তী রামাশ্রম শিমুলডাঙ্গা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)