ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুড়া গ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে অগ্নিদগ্ধ হয়েছে গৃহবধূ হোসনেয়ারা বেগম (২০)। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। মুমূর্ষু হোসনেয়ারাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়।

কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া জানান, বৃহস্পতিবার সকালে শেখপুড়া গ্রামের হাবিবুর রহমানের সাথে তার স্ত্রী হোসনেয়ারার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হোসনেয়ারা ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে নিজে আগুন ধরিয়ে দেয়। এসময় স্বামীসহ বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ঘরের বেড়া ভেঙ্গে হোসনেয়ারাকে উদ্ধার করে।

জানা যায়, গত দুই বৎসর আগে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের রব ফকিরের মেয়ে হোসনেয়ারার বিয়ে হয়। এই দম্পতির ৮ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দিপঙ্কর রায় জানান, তার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে।

(এডি/এএস/জানুয়ারি ২২, ২০১৫)