হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বুধবার বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের স্ত্রী চা শ্রমিক দুলারী রবি দাস (৩২) ও তার ছেলে সাজন রবি দাস (১৪)।

এছাড়া দুলারী রবি দাসের বড় বোন জানকি রবি দাসকে (৩৩) আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তেলিয়াড়া চা বাগান ব্যবস্থাপক এমদাদুল হক জানান, দুপুর পৌনে ১টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়। এ সময় বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের বাড়ির বারান্দার বসে থাকা দুলারী রবি দাস (৩২), তার বড় বোন জানকি রবি দাস (৩৩) ও ছেলে সাজন রবি দাস (১৪) আহত হয়।
আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুলারী রবি দাস ও তার ছেলে সাজন রবি দাসকে মৃত ঘোষণা করেন। আহত জানকি রবি দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এএস/মে ০৭, ২০১৪)