চাঁপাইনবাবগঞ্জে ৩৩ কেজি গান পাউডার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ৩৩ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি, নাশকতা চালাতে সেগুলো দেশে আনা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জোহরপুরট্যাক সীমান্ত এলাকা থেকে এসব গান পাউডার উদ্ধার করা হয়।
সীমান্তের কাছে বিজিবির জোহরপুর বিওপির টহলদল কয়েকজন লোককে দেখে চ্যালেঞ্জ করলে তারা চারটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। ওই চার প্যাকেটেই পাওয়া যায় ৩৩ কেজি গান পাউডার। নাশকতার জন্য বোমা তৈরির উদ্দেশ্যে এসব গান পাউডার ভারত থেকে দেশে আনা হয়েছিল, বলেন বিজিবি কর্মকর্তা বজলুল হক।
(ওএস/পিবি/জানুয়ারি ১৭, ২০১৫)