চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শনিবার ও রোববার (১৮ ও ১৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ছাত্রদলের এক নেতাকে হত্যার প্রতিবাদে আগামী এ হরতালের ডাক দেয় দলটি।
শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালায় যৌথবাহিনী। গভীর রাতে র্যাবের হাতে আটক এক ছাত্রদল নেতা পালাতে গিয়ে দুইপক্ষের বন্দুযুদ্ধে মারা যায়।
(ওএস/পিবি/জানুয়ারি ১৬, ২০১৫)