শিবগঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ উপজেলায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১ যুবক নিহত হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার শ্যামপুরের এ ঘটনায় নিহত মতিউর রহমানের (২৫) বাবার নাম উপচাঁদ রহমান মন্টু।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার কানসাট থেকে নাশকতার আশঙ্কায় আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র ও বোমা উদ্ধারে অভিযানে বের হয় র্যাব।
শ্যামপুরে ওই যুবকের বাড়িতে যাওয়ার সময় পথে তার সহযোগীরা খবর পেয়ে র্যাবের ওপর ককটেল নিক্ষেপ করে। এসময় কয়েকটি গুলিও ছোঁড়ে তারা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোলাগুলির মধ্যে পালিয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মতিউর।
শিবগঞ্জ থানার ওসি এম এ মইনুল ইসলাম জানিয়েছেন, লাশ থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(ওএস/এটিআর/জানুয়ারি ১৬, ২০১৫)