ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।
সকাল থেকে শহরের কালীবাড়ি মোড়, টি এ রোড, কুমারশীল মোড়, রেলগেইট ও কলেজপাড়াসহ বেশ কয়েকটি স্থানে অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এছাড়া কান্দিপাড়া মাদ্রাসা রোডে ব্যাটারি চালিত চার/পাঁচটি ইজিবাইক ভাঙচুর করে তারা।
নাশকতার আশঙ্কায় বুধবার দিনগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ দলের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া রয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হরতালে নাশকতা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
(ওএস/পিবি/ জানুয়ারি ১৫, ২০১৫ )