ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৯০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা শহরে হরতাল ও অবরোধে নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১৫ নেতাকর্মীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই গ্রেফতার অভিযান চলবে।
(ওএস/পিবি/জানুয়ারি ১৪, ২০১৫)