ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাংকের কর্পোরেট শাখায় প্রায় দেড় কোটি টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে ব্যাংকের ১ কর্মচারী, প্রহরী ও ৩ আনসার সদস্যকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

ঘটনার জানাজানির পর পুলিশ ও কর্মকর্তারা কোনো সাংবাদিককে ব্যাংকে ঢুকতে দেয়নি। এমনকি ঘটনা সম্পর্কে পুলিশ বা ব্যাংকের কোনো কর্মকর্তা কাউকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পরপর দুই সাপ্তাহিক ছুটির পর শনিবার ব্যাংক খোলার পর ভল্ট খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।

গ্রাহকরা জানান, রবিবার সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হয়েছে বলে লেনদেনে সমস্য হচ্ছে বলে জানানো হলেও টাকা দেয়া হয়নি। পরে জানা যায়, ব্যাংকের ভল্টে কোনো টাকা নেই। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেয়নি।

রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, ঘটনাটি পরে সাংবাদিকদের জানানো হবে।

(ওএস/এটিআর/জানুয়ারি ১১, ২০১৫)