কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয় সংসদের ডিপুটি স্পিকার মুক্তিযোদ্ধা ফজলে রাব্বাী মিয়া বলেছেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি ইতিহাস। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

 

শনিবার দুপুরে জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই এলাকায় দুধকুমর নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ফজলে রাব্বাী মিয়া বলেন, তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে কিছুই জানে না। বঙ্গবন্ধুকে নিয়ে তার বক্তব্য কোনো শিক্ষিত মানুষের হতে পারে না। ইতিমধ্যে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। সে দেশে ফিরতে পারবে না।

জেলার ভুরুঙ্গামারীতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি ‘দুস্থ্য মুক্তিযোদ্ধা সমিতি’র উদ্বোধন করেন।

এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য রাাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো.জাফর আলী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সহ-সাংগাঠনিক সম্পাদক ওসমান গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জে.এম.এরশাদ আহসান হাবিব প্রমুখ।

(ওএস/এটিআর/জানুয়ারি ১০, ২০১৪)