ফরিদপুর প্রতিনিধি : ৯ জানুয়ারী শুক্রবার বেলা ১১ টায় ফরিদপুর পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে 'বাংলাদেশে আধুনিক নিউরোলজী চিকিৎসার বর্তমান উন্নয়ন' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের প্রধান ও ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. এ এস এম কামরুল হাসান এম এস।

সেমিনারটি পরিচালনা করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত ঘোষ। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান সজল ব্যানার্জী, ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান, প্রমোশন অফিসার আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে ডা. এ এস এম কামরুল হাসান বাংলাদেশে বর্তমানে নিউরোসার্জারীর উন্নয়ন সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং স্লাইড শো প্রদর্শন করেন। এসময় তার অধীনে চিকিৎসারত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ৩ জন রোগী তাদের অভিব্যাক্তি বর্ননা করেন। সেমিনারের পর বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য ডা. এ এস এম কামরুল হাসান কৃতিত্বর সাথে চিকিৎসা করে বাংলাদেশের অসংখ্য মৃত্যুর পথযাত্রী রোগীদের সুস্থ্য করে তুলেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিউরো সার্জারীতে ফেলোশীপ লাভ করেন।

(ওএস/অ/জানুয়ারি ০৯, ২০১৫)