মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের টেকেরহাটে সরকারি জায়গা দখল করে ঘর তোলাকে কেন্দ্র করে ২ দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকেরহাট বন্দরে সরকারি জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে কুমার নদীর ২ পাড়ে ২ উপজেলার ২ গ্রামের অধিবাসীরা অবস্থান নিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার তাঁতীকান্দি ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই ২ গ্রামের অধিবাসীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। টেকেরহাট বন্দরে সরকারি জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে শনিবার সকালে ২ পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা বোমা বিস্ফোরণ ও গোলাগুলিও করে।

মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ, সিন্ধিয়াঘাট ফাঁড়ি পুলিশ এবং ৩টি গাড়ি বিজিবি সদস্য চেষ্টা করে ৬ ঘণ্টা পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ ৭৫ জন আহত হন। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল, মুকসুদপুর ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের ২ পাশে দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক জানান, টেকেরহাট বন্দরের একাংশ মাদারীপুরের মধ্যে ও অপর অংশ গোপালগঞ্জের মধ্যে। ২ জেলার ২ উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় তা বড় আকার ধারণ করে। সর্বাত্মক চেষ্টা করে বিকাল সাড়ে ৪টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ছাড়া সংঘর্ষ চলাকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের (রাজৈরের তাঁতীকান্দি বাজার শাখা) একটি শাখায় ব্যাপক ভাঙচুর করে বলে জানান তিনি।

(ওএস/এটিআর/জানুয়ারি ১০, ২০১৫)