মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বুধবার সকালে পুলিশ ও র‌্যাব-৮ এর সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শ্রমিকরা মাদারীপুর মডেল থানায় হামলা ও ভাঙচুর করেছে। এসময় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ফাঁকা গুলি বর্ষণ করেছে। এছাড়া প্রায় ৩ঘন্টা মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়ক ও মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের মৃত জৈনুদ্দিন তালুকদারের ছেলে মঙ্গল তালুকদারকে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে বুধবার সকালে মাদারীপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এই ঘটনার প্রতিবাদে মাদারীপুর শ্রমিক নেতারা মাদারীপুর শহরের প্রধান সড়ক আবরোধ করে। তখন র‌্যাব অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও শ্রমিকরা অবরোধ তুলে না নেয়ায় র‌্যাব লাঠি চার্জ করে। এই ঘটনায় শ্রমিকরা মাদারীপুর মডেল থানায় হামলা করে। এসময় পুলিশ ও র‌্যাব-৮ এর সাথে শ্রমিকদের প্রায় অধাঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ও মডেল থানায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা মাদারীপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের সাথে ভুল বোঝাবুঝির কারণে শ্রমিকরা হামলা করেছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফয়জুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদের অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়। এসময় শ্রমিকরা র‌্যাবকে ধাওয়া করলে ঘটনার সুত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে র‌্যাব ফাকা গুলি বর্ষণ করে।

(এএসএ/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)