পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য হরতাল ১০ জানুয়ারি
রাঙামাটি প্রতিনিধি : আগামী ১০ জানুয়ারি রাঙামাটি মেডিক্যাল কলেজের ক্লাস শুরুর দিন। এদিন জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির সহযোগি ছাত্রসংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ।
‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা, সহ-সভাপতি রিপেশ চাকমা প্রমুখ।
সমাবেশে অবরোধ কর্মসূচি ঘোষণার পর বলা হয়, যদি এরপরও সরকার মেডিক্যাল কলেজের কার্যক্রম স্থগিত না করে তবে লাগাতর অবরোধ, হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
(ওএস/পিবি/জানুয়ারি ৪, ২০১৫)