অবৈধপথে দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে ৮ বাংলাদেশী আটক
সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় বিজিবি সদস্যরা আটজন বাংলাদেশীকে আটক করেছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার শাঁখরা স্লুইজগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, জাহাঙ্গীর হোসেন, নূর ইসলাম, আব্দুর রহিম, আব্দুর রহমান, মাকসুদুর রহমান, হামিদুল শেখ, রিয়াজুল ইসলাম ও রায়হান হোসেন। তাদের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়।
শাঁখরা কোমরপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার অহিদুল ইসলাম জানান, একদল পুরুষ ভারত থেকে অবৈধপথে দেশে ফিরে শাঁখরা স্লুইজগেট সংলগ্ন একটি বাড়িতে জড়ো হয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে তারে নেতৃতত্বে কিজিবি সদস্যরা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আটজন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন ঘটনার সদ্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে শুক্রবার থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(আরকে/পি/জানুয়ারি ০২, ২০১৫)