রাঙামাটিতে পিকনিক বাসের চাপায় নিহত ১, আহত ৩
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে পিকনিক বাসের চাপায় আব্দুল খালেক (৩০) নামে সিএনজি চালিত অটোরিকশার ১ যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৩ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক চট্টগ্রামের বোয়ালখালী থানার পুর্ব চরণদ্বীপ এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে ইফতেয়ার উদ্দীন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহত অপর ২ যাত্রী অংশুরাম বসু ও সুকুমার বসু রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা জানায়, রানীরহাট থেকে একটি অটোরিকশা নিয়ে রাঙামাটি যাচ্ছিলেন তারা। পথে কলাবাগান এলাকায় পর্যটন কমপ্লেক্স থেকে ছেড়ে যাওয়া বোগদাদ গ্রুপের একটি পিকনিক বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় যাত্রী আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। অপর তিন যাত্রী আহত হন। পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কান্তি বড়ুয়া।
(ওএস/পিবি/জানুয়ারি ০২, ২০১৫)