গুম ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে আইনজীবীদের মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি : নারয়ণগঞ্জের অ্যাডভোকেট চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডসহ সারা দেশে অপহরণ, গুম ও বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শহরের আদালত প্রাঙ্গণে অর্ধ শতাধিক আইনজীবী মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল মান্নান, দফতর সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু ও অ্যাডভোকেট হালিম প্রমুখ।
(ওএস/এইচআর/মে ০৬, ২০১৪)