আশুগঞ্জে মেঘনা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুর এলাকায় মেঘনা নদী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চরসোনারামপুর এলাকায় মেঘনা নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৫)