ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী বাজার এলাকায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার মশিউর রহমান রোমান (২৫) ও তার খালতো ভাই মো. জনি (২৬)। তারা ২জন মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরে মহসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ফরিদপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর বলেন, ঢাকা থেকে খুলনাগামী এ কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান তুহিন লস্কর।

(ওএস/এএস/ডিসম্বের ২২, ২০১৪)