কিশোরগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সম্পর্কে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কর্তৃক কুটক্তির প্রতিবাদে ও তার দৃষ্টামূলক শাস্তির দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদার করা হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাকুন্দিয়া উপজেলা কমাণ্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা পরিষদ গেইট সম্মুখে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. মিজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবাক মো. মোতায়েম হোসেন স্বপন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মোস্তফা কামাল ডেপুটি কমাণ্ডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা অনতিবিলম্বে তারেক রহমানকে দেশে এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জোর দাবি জানায়। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

(পিকেএস/এএস/ডিসেম্বর ২২, ২০১৪)