মুন্সীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের রামপালে রত্না রানি দাশ (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দালালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গৃহবধূ রত্না নারায়ণগঞ্জের নন্দীপাড়ার কালীপদে‘র মেয়ে।
নিহতের স্বামী গণেশ চন্দ্র দে জানান, রাতে বাড়ি ফিরে ঘরের দরজায় কড়া নাড়লে ছেলে ঈশান দরজা খুলে দেয়। ভিতরে গিয়ে দেখি রত্না জানালার সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এরপর দাঁ দিয়ে কাপড় কেটে রত্নাকে বিছানায় ফেলে ছেলেকে নিয়ে ভয়ে পালিয়ে যাই।
ছেলে ঈশান জানান, মা ঘরের জানালার সাথে কাপড় দিয়ে গলা পেচিয়ে দাঁড়িয়ে ছিলো। বাবা এলে দরজা খুলে দেই।
পুলিশ জানায়, রত্না কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে স্বামী গণেশ চন্দ্র দে আত্মগোপন ছিল বলে গৃহবধূর পরিবার হত্যা বলে অভিযোগ করেছে।
হাতিমাড়া ফাঁড়ির ইনচার্জ এস.আই মনিরুজ্জামান জানান, রত্নার মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য স্বামী গণেশকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
(ওএস/এইচআর/মে ০৫, ২০১৪)