কিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও তার কুশপুত্তলিকা দাহ করেছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমনের নেতৃত্বে আজ রবিবার বেলা ১২ টায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে প্রথমে মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কালেক্টরেটের সামনের সড়কে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে।

এ কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন বাদী হয়ে কিশোরগঞ্জ ১ নং আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানী ও রাষ্ট্রদ্রোহ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

(পিকেএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৪)