কিশোরগঞ্জে জাল নোটসহ ‘ভুয়া সাংবাদিক’ আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে জাল নোটসহ শাওন (২৮) নামে এক ‘ভুয়া সাংবাদিক’কে আটক করেছে র্যাব-১৪’র সদস্যরা। এ সময় তার ম্যানিব্যাগ তল্লাশী করে এক হাজার টাকা মূল্যমানের ৭টি জাল নোট ও তিনটি আইডি কার্ড জব্দ করা হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের গাছতলাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. শাওন মিয়া ভৈরবপুর দক্ষিণপাড়ার মো. হানিফ মিয়ার ছেলে।
র্যাব ক্যাম্প সূত্র জানায়, ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এ জেড এম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে শহরের গাছতলাঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে দুলাল মিয়ার বাড়ির সামনে থেকে মো. শাওন মিয়া নামে এক ‘ভুয়া সাংবাদিক’কে জাল নোটসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকা প্রেস ক্লাবের আইডি কার্ড (নং ১৪০০), হিউম্যান রাইটসের আইডি কার্ড (নং ১৩৪৭) ও ভৈরব সাংবাদিক এ্যাসোসিয়েশনের আইডি কার্ড (নং ১২৯) পাওয়া যায়। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
(ওএস/এইচআর/ডিসেম্বর ২১, ২০১৪)