মাধবপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়। আহত হয় আরো পাঁচ যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
(ওএস/অ/মে ০৫, ২০১৪)