কিশোরগঞ্জে গাঁজাসহ যুবক আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার কটিয়াদী উপজেলায় প্রাইভেটকার থেকে শনিবার ২ বস্তাভর্তি ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মনির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির এসআই শ্যামল কান্তি দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বানিয়াগ্রাম থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক০৩-৯১৫৯) আটক করে। এ সময় গাড়ির চালক মনির হোসেনকে আটক করা হয়। গাঁজা পাচারকারী মোবারক (৩৭) কৌশলে পালিয়ে যায়। পুলিশ তাদের গাড়ি থেকে ২ বস্তাভর্তি ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক গাড়ির চালক মনির হোসেন ও পলাতক মোবারকের বাড়ি কুমিল্লা দক্ষিণ সদর থানার সোনাইছড়ি গ্রামে। পাচারকারীরা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নেত্রকোণা যাচ্ছিল বলে জানায়।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শ্যামল কান্তি দাস জানান, গাড়িটি আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
(ওএস/এটিআর/ডিসেম্বর ২০, ২০১৪)