কিশোরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
উপজেলার আগড়পুর মহাসড়কে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- উমেদা বেগম (৫২) ও জসিম উদ্দিন (৬০)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি রিজার্ভ বাস ৫০ জন যাত্রী নিয়ে নান্দাইল থেকে হবিগঞ্জের শাহ্ সুলতানশ্রী মাজারে যাচ্ছিল। কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন আরও ২৫ যাত্রী। গুরুতর আহত ৮ জনকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ওএস/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৪)