বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা , নাট্যকার সাজ্জাদ আলম (৪৪) আজ সন্ধ্যা ৫ ঘটিকায় ঢাকা টঙ্গি জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন । 

তার মৃত্যুতে শোকাচ্ছন্ন অগ্নিবীণা শিল্পী সংসদ , বোয়ালমারী মিমি শিল্পী গোষ্ঠি , বোয়ালমারী শিল্পী গোষ্ঠি সহ সমস্ত সাংস্কৃতিক সংগঠন তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে । আগামীকাল শনিবার (সম্ভাব্য ) বাদ যোহর বোয়ালমারীর কলিমাঝি নিজ গ্রামে তার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
(এসিবি/এসসি/ডিসেম্বর১৯,২০১৪)