ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারের পাশে অবস্থিত ‘চান্দ্রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে’ চুরি হয়েছে। দোতলা এ ভবনের নিচ তলায় চিকিৎসা কেন্দ্র, উপর তলায় চিকিৎসকের আবাসিক কোয়ার্টার।

হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ কাউছার মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোন সময় হাসপাতালের নিচ তলার সামনের গ্রিল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে। ভিতরে রাখা তার নিজের ও তার শ্যালকের দুটি মোটর সাইকেল পিছনের গেট ভেঙ্গে নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(এডি/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৪)