রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ চলছে
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার বগাছড়ি সুরিদাস পাড়ায় পাহাড়িদের দোকান ও বসতবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ চলছে।
ভূমি রক্ষা কমিটি নামে ইউপিডিএফ সমর্থিত একটি সংগঠন অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে লাগাতার অবরোধ কর্মসূচি ডাক দেয়।
বুধবার সকাল থেকে অবরোধের কারণে সড়ক যান চলাচল বন্ধ রয়েছে। শহরের আশপাশে কোনো পিকেটিং না থাকলেও ইউপিডিএফ নিয়ন্ত্রিত সড়কের দূরের এলাকাগুলোতে পিকেটিং করার খবর পাওয়া গেছে।
সোমবার রাতে অজ্ঞাত দুস্কৃতিকারীরা শিকল পাড়া এলাকায় বাঙালিদের কয়েকটি আনারস ও সেগুন বাগানের প্রায় ২০ হাজার চারাগাছ কেটে দেওয়ার জেরে মঙ্গলবার সকালে পাহাড়িদের বেশ কয়েকটি বাড়ি ও দোকান আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে নানিয়াচর ভূমি রক্ষা কমিটির ব্যানারে ইউপিডিএফ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে লাগাতার অবরোধের ডাক দেয়।
(ওএস/এইচআর/ডিসেম্বর ১৭, ২০১৪)