রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বুড়িগাট ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর বেশ কয়েকটি দোকান ও ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত ওই এলাকায় হামলা চলে।

পাহাড়িদের অভিযোগ, জমি দখল-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাঙালিরা এই হামলা চালিয়েছে।

বুড়িগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রমোদ খীসার ভাষ্য, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে বাঙালিরা হঠাৎ করে হামলা চালায়। ওই এলাকায় ১২টি দোকানসহ ৬০টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় লোকজনের অভিযোগ, সকাল সাড়ে আটটার দিকে একদল বাঙালি হঠাৎ করে এসে হামলা চালায়। এ সময় পাহাড়িরা প্রতিরোধের চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। বাঙালিরা আদিবাসীদের দোকান ও ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন।




(ওএস/এসসি/ডিসেম্বর১৬,২০১৪)