সিভিল সার্জনকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ওষুধ কোম্পানির ৩২ প্রতিনিধিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার ঘটনায় সিভিল সার্জনকে দায়ি করে তার প্রত্যাহার দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। আজ সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করায় ফার্মেসীগুলোতে অর্ডার নেওয়া ও ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি ডাক্তার ভিজিটও বন্ধ রেখেছেন তারা।
ঘটনার প্রতিবাদে আজ বেলা ১২টায় গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফারিয়ার প্রধান উপদেষ্টা রুহুল আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে আজ থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করা হয়। সমাবেশ থেকে সিভিল সার্জন ডাক্তার মৃণাল কান্তি পন্ডিতকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানানো হয়।
এদিকে ফার্মেসীগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় জরুরী ওষুধ ও ইনজেকশনের সংকটে দেখে দিয়েছে। রোগীরা বিভিন্ন ফার্মেসী ঘুরেও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না বলে ফার্মেসী মালিকরা জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ জন প্রতিনিধিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে একহাজার টাকা করে জরিমানা করে।
(পিকেএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)