কিশোরগঞ্জে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কিশোরগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের ছড়া, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কিশোরগঞ্জ শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।
সকালে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার আসাদউল্লাহ।
(পিকেএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)