ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে  পিকআপ চালক কেরামত হাওলাদার (৩২)কে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২ কি.মি. দূরে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। দুর্বৃত্তরা তার পেট ফেড়ে ফেলেছে, গলা কেটে ফেলে হত্যা করেছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে কেরামত আর রাতে বাড়ি ফেরেনি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, কেরামতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

(এডি/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)