চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফেনসিডিলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ৯৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গোলাপ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
উপজেলার চামাগ্রাম এলাকায় সোমবার সকাল সাড়ে ৫টার দিকে গোলাপ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক গোলাপ ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, শিবগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।
(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৪)