রৌমারীতে জমি সংক্রান্ত সংঘর্ষে আহত ৬
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রবিবার সকালে রৌমারীর বাইটকামারী গ্রামে জমি সংক্রান্ত এক সংঘর্ষে উভয় পক্ষের ৬ ব্যাক্তি আহত হয়েছেন। তারা হলেন, মেহের আলী (৫৫), হাবিল উদ্দিন (৬০), ইমান আলী (৪৫), বাদল হোসেন (২৫), আব্দুল বারী (৩৫) ও ছত্তর আলী (৪৮)। তাদের সবাইকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার দাবি করেন, ৬ মাস থেকে ওই গ্রামের রাস্তা সংলগ্ন ৫৬ শতাংশ জমি নিয়ে সোহরাব গ্রুপ ও ছবুর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। বর্তমানে সেখানে বিজ্ঞ আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু ছবুর গ্রুপের লোকজন জোরপূর্বক সেখানে বাঁশের বেড়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। ইট-পাটকেল ও দেশীও অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে নেমে পড়ে। আহতদের বেশিরভাইগই মাথায় আঘাতপ্রাপ্ত। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
(আরআইএস/এএস/ডিসেম্বর ১৪, ২০১৪)