কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের ১৪ সদস্য প্রতিনিধি দলের সাথে কিশোরগঞ্জের খামারী সাদেকুর রহমানসহ ৩জন খামারী গত বুধবার ভারতের কলিকাতায় সফরে গেছেন। পোল্ট্রি শিল্পে দক্ষতা অর্জনের লক্ষে প্রতিনিধিদলের সদস্যদেরকে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে।

এরমধ্যে কিশোরগঞ্জ জেলা সদরের শোলমারা এলাকায় অবস্থিত ফাস্ট হোপ ফিড মিল লিমিটেড এর এমডি মো.সাদেকুর রহমানসহ ৩জন খামারী অংশ গ্রহণ করছেন। জানা গেছে পোল্ট্রি শিল্পের গুণগতমান ও মান সম্পন্ন খাবার উৎপাদনের লক্ষে ভারতের কলকাতার মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। বুধবার সকালে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব খন্দকার মো.মহসীন এর নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিদিল প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য বাংলাদেশ ত্যাগ করেন।

প্রতিনিধিদলে অংশ গ্রহনকারী কিশোরগঞ্জ জেলা সদরের শোলমারা এলাকায় অবস্থিত ফাস্ট হোপ ফিড মিল লিমিটেড এর এমডি মো.সাদেকুর রহমান জানান, আমাদের প্রতিষ্ঠানটি হতে ঊৎপাদিত খাবারের গুণগতমান অত্যন্ত ভালো এবং খামারীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সাড়া জাগিয়েছে। ২০১২ সালের ১২ ডিসেম্বর ফাস্ট হোপ ফিড মিল লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে কিশোরগঞ্জসহ দেশের খামারীদের আস্থা কুড়িয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে পোল্ট্রি শিল্পের খাদ্য উৎপাদনে সুনাম অর্জন করেছে। তাই একে আরও গুণগত ও উন্নত করার লক্ষে এ প্রশিক্ষণে আমিসহ জেলার আরও ২ জন খামারী অংশ নিচ্ছেন।

(পিকেএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)