রৌমারীতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সংবর্ধণা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার রৌমারী উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি ও সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে প্রায় ৩ শতাধিক ভ্যানচালক এ অনুষ্ঠানে যোগ দেন।
সকাল ১১টায় স্ব স্ব ভ্যান নিয়ে একটি শো-ডাউন করেন তারা। ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক’, স্লোগানে স্লোগানে কাঁপিয়ে তোলেন রাজপথ। রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি আলোচনা সভা সংবর্ধণার আয়োজন করা হয়। এতে প্রথমে কুড়িগ্রাম-৪ আসনের এমপি রুহুল আমিনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধণার সূচনা করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীকে ক্রেস্ট প্রদান করা হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদেম আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবুল হাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা রাব্বি রিপা, রাজিবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, সংগঠনের সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ ৩ শতাধিক রিকশা-ভ্যান চালক সদস্য ও সাধারণ মানুষ।
(আরআইএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৪)