মাধবপুরে ৯৭ কেজি গাঁজা উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকা থেকে ৯৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
শনিবার রাত সাড়ে ১২টায় মাধবপুর-মনতলা সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোয়াছনগর এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ গাঁজার মূল্য ৭ লাখ ৭৬ হাজার টাকা।
(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)