কিশোরগঞ্জে অবশেষে সেই প্রকল্পের কাজ শুরু
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে প্রকল্পের টাকা হরিলুট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের। রাস্তা উন্নয়ন প্রকল্প গ্রহনের ৬ মাস পর গত শনিবার থেকে কাজ শুরু হওয়ায় এলাকায় তোলপাড় চলছে। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলা সদরের মহিনন্দের কাশোরারচর এলাকার মতিনের বাড়ি হতে শুক্কুরের বাড়ি পর্যন্ত রাস্তায় ধুমধামে মাটি কাটার কাজ এগিয়ে চলছে। কয়েকটি ট্রাক্টর দিয়ে মাটি এনে রাস্তায় ফেলানো হচ্ছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মো.সিদ্দিকুর রহমান জানান, দেরি হলেও এই রাস্তার কাজ করতে গিয়ে আমার লোকসান হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, সিদ্দিক মেম্বারের নামে কোন ডিও বরাদ্দ দেওয়া হয়নি। তবে রাস্তায় কেন মাটির কাজ করছেন জানতে চাইলে বলেন,অনেক প্রকল্প দেওয়া হয়েছিল তিনি কোন প্রকল্পের কাজ করছেন তা দেখে বলতে হবে। প্রসঙ্গত গত ২৮.৬.১৪ তারিখে সদর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা কার্যালয়ের ৪১ ও ৪২ নম্বরে দুটি প্রকল্প দেখানো হয়েছে। প্রকল্প বরাদ্দ হলেও কাজ না হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দেয়।
এদিকে প্রকল্প গ্রহনের ৬ মাস পরও কাজ না হওয়ায় “কিশোরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে প্রকল্পের টাকা হরিলুট” নিয়ে গত বৃহস্পতিবার কয়েকটি পত্রিকায় ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপর গত শনিবার থেকে একাধারে গত ৩ দিন যাবত উলে¬¬খিত রাস্তায় ট্র্াক্টর দিয়ে মাটি ফেলানো হচ্ছে। স্থানীয় এলাকার বাসিন্দা বাবলু,অহেদ ও সিদ্দিক মিয়া জানান,দীর্ঘদিন পর হলেও আমাদের এলাকার রাস্তার কাজটি হচ্ছে দেখে ভালো লাগছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.ফেরদৌস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দেখার জন্য বলেছি।
(পিকেএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)